আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৫:৪৪ পিএম
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৫:৪৪ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মোকাররম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকাররম ওই গ্রামের উকিল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে ঝড়বৃষ্টি চলাকালে মোকাররম বাড়ির পাশে নিজ গাছের আম কুড়াতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মোকাররমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
ইএইচ