Amar Sangbad
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫,

বিদায় সংবর্ধনায় সিক্ত ঈশ্বরগঞ্জের ইউএনও এরশাদুল আহমেদ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ১৪, ২০২৫, ০৫:৫৬ পিএম


বিদায় সংবর্ধনায় সিক্ত ঈশ্বরগঞ্জের ইউএনও এরশাদুল আহমেদ

হৃদয়ভরা ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় সংবর্ধনায় সিক্ত হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদুল আহমেদ। দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পর বদলিজনিত কারণে তাঁর সম্মানে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নিজেই, যিনি একইসঙ্গে উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিআরডিবির কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহানসহ উপজেলা অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা। বক্তারা বিদায়ী ইউএনও এরশাদুল আহমেদের কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

বিদায়ী ইউএনও তার বক্তব্যে বলেন, “ঈশ্বরগঞ্জে কর্মরত থাকাকালীন সময়ের সকল সহকর্মীর সহযোগিতা এবং স্থানীয় জনগণের ভালোবাসা চিরকাল মনে রাখবো। এই অভিজ্ঞতা আমার ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সহকর্মীরা তাঁকে উপহার ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইএইচৃ

Link copied!