দিনাজপুর প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৮:০৮ পিএম
দিনাজপুর প্রতিনিধি
মে ১৪, ২০২৫, ০৮:০৮ পিএম
দিনাজপুর সদর উপজেলার গাবুরা নদীতে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ১৫ বছর বয়সী এক শিশুকে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে সৌভাগ্যবশত গ্রামবাসীরা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা গেছে, নদীতে ফেলা হওয়া শিশুর নাম সাজেদুর রহমান (১৫)। তার বাড়ি সদর উপজেলার কমলপুর গ্রামে।
ঘটনার সময় গ্রামবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই যুবক—মোহাম্মদ খাদেমুল ইসলাম (৩৮) ও নূর হাবিব নয়ন (১৯)-কে হাতেনাতে ধরে ফেলে। তাদের বাড়ি ১০ নম্বর কমলপুর ইউনিয়নের রাইহাই গ্রামে।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত গ্রামবাসী বাড়ি থেকে বেরিয়ে আসে এবং ক্ষুব্ধ জনতা এক পর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আটক দুই যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, মোবাইল ফোন নিয়ে পূর্ব বিরোধের জেরে শিশুটিকে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ইএইচ