Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫,

জুলাই গণঅভ্যুত্থান

মাগুরায় গেজেটবহির্ভূত ব্যক্তিকে চেক বরাদ্দ, বিতরণ স্থগিত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ১৪, ২০২৫, ০৮:২৩ পিএম


মাগুরায় গেজেটবহির্ভূত ব্যক্তিকে চেক বরাদ্দ, বিতরণ স্থগিত

২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বীকৃতি ও ক্ষতিপূরণের লক্ষ্যে গঠিত মাগুরা জেলা যাচাই-বাছাই কমিটির সুপারিশ উপেক্ষা করে এক গেজেটভুক্ত ব্যক্তির নাম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

বিতর্কিত ব্যক্তি মো. সুজন মাহামুদ, যিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মাগুরা পৌর শাখার সাংগঠনিক সম্পাদক।

তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠার পর জেলা প্রশাসন তার অনুকূলে চেক প্রদানের কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করে এবং বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করে।

গত ১৩ মে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ‘গ’ ক্যাটাগরির গেজেটভুক্ত আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ চলাকালে সুজন মাহামুদের নাম নিয়ে আপত্তি ওঠে। 

অনুসন্ধানে জানা যায়, তার নাম জেলা যাচাই-বাছাই কমিটির সুপারিশকৃত তালিকায় ছিল না, কিন্তু চূড়ান্ত গেজেটে নাম অন্তর্ভুক্ত হয় এবং তার জন্য বরাদ্দকৃত চেক জেলা প্রশাসনে এসে পৌঁছায়।

জেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় যাচাই-বাছাই কমিটি ছাত্র প্রতিনিধি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে প্রাপ্ত তথ্য যাচাই করে একটি সুপারিশ তালিকা তৈরি করেছিল। কিন্তু মন্ত্রণালয়ের প্রকাশিত চূড়ান্ত গেজেটে সেই তালিকার বাইরে কিছু নাম অন্তর্ভুক্ত হয়, যা নিয়ে প্রশ্ন উঠেছে।

মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পরই বিতরণ স্থগিত করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। কেউ যেন অবৈধভাবে সরকারি সুবিধা না পান, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. হায়াত হোসেন বলেন, “বিষয়টি তদন্তাধীন। যাচাই-বাছাই ছাড়া কেউ যেন গেজেটভুক্ত না হন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত ও শহিদদের স্বীকৃতি ও ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলায় যাচাই-বাছাই কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় চূড়ান্ত গেজেট প্রকাশ করে এবং জেলা প্রশাসনের মাধ্যমে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!