মিরাজ আহমেদ, মাগুরা
মে ১৪, ২০২৫, ০৮:২৭ পিএম
মিরাজ আহমেদ, মাগুরা
মে ১৪, ২০২৫, ০৮:২৭ পিএম
মাগুরায় স্থানীয় সরকার প্রকৌশল অধপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে মাঠে নেমেছে পরিদর্শন ও মনিটরিং টিম-১৪।
১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত এলজিইডির চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির নির্বাহী প্রকৌশলী এস এম আমিরুজ্জামান এবং আইসিটি ইউনিটের সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহীনুর ফেরদৌস জেলার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন।
তারা মাগুরা সদর উপজেলার ইছাখাদা ছোট্ট ব্রিজ থেকে দরগাশরীফ রোড, পূর্ব বাড়িওয়ালা মোড় থেকে বানীপুর মাঠ সড়ক, শ্রীপুর উপজেলার চর শ্রীপুর-চর গোয়ালপাড়া সড়ক, সালাম খান হাউজ থেকে বরালীদাহ খাঁ পাড়া সড়ক, মহেশপুর ভিলেজ সড়ক এবং গোয়ালদাহ মালাইনগর সড়কসহ নির্মাণাধীন ও সদ্য সমাপ্ত বেশ কয়েকটি সড়ক পরিদর্শন করেন।
এ সময় তাদের সঙ্গে ছিলেন মাগুরা সদর উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, উপ-সহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হক, মো. মাজেদুল হক এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।
এ প্রসঙ্গে এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান বলেন, “প্রধান উপদেষ্টা গ্রামকে শহরে রূপান্তরের যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবে এই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব সড়ক শুধু যোগাযোগ ব্যবস্থাকে সহজ করছে না, বরং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলছে।”
চর গোয়ালপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান বলেন, “আগে হাটে যেতে কাঁচা রাস্তা ধরে এক ঘণ্টা লাগত। এখন পাকা রাস্তা হওয়ায় মাত্র ১৫ মিনিটে পৌঁছাতে পারি। ফসল নিয়ে যাওয়া সহজ হয়েছে, সময় ও খরচ বাঁচছে।”
শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া খাতুন জানান, “সড়ক উন্নয়নের ফলে শিক্ষার্থীরা এখন নিরাপদে স্কুলে আসতে পারছে। বর্ষাকালে কাদা-পানির ভোগান্তি আর নেই।”
এলজিইডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে মাগুরার চারটি উপজেলায় প্রায় ১৬৪ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ ও পুনঃনির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ১৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
পরিদর্শন দলের সদস্য এস এম আমিরুজ্জামান বলেন, “এই সফরের মূল উদ্দেশ্য ছিল জেলার চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও দপ্তর ব্যবস্থাপনার সার্বিক মূল্যায়ন। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আমরা প্রকল্পগুলোর গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যতের টেকসই উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণ করছি।”
তিনি আরও বলেন, “এই প্রকল্পগুলোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।”
ইএইচ