Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫,

দৌলতপুর সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মে ১৪, ২০২৫, ০৮:৩৭ পিএম


দৌলতপুর সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে ১৫০/৩-এস পিলার সংলগ্ন শূন্য রেখায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর সেক্টরের সেক্টর কমান্ডার শ্রী অনীল কুমার সিনহা।

দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এ সৌজন্য সাক্ষাতে সীমান্ত নিরাপত্তা, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

এ সময় কর্নেল আহসান হাবীব বলেন, “সীমান্তের ১৫০ গজের মধ্যে যেকোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ১৯৭৫ সালের বাংলাদেশ-ভারত যৌথ বর্ডার গাইডলাইন অনুসরণ করতে হবে এবং সীমান্ত হত্যা বন্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে।”

দুই পক্ষই যেকোনো সমস্যা সমাধানে বিওপি (বর্ডার আউট পোস্ট) ও কোম্পানি পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে সমাধানে সম্মত হন। পাশাপাশি তথ্য আদান-প্রদান এবং নিয়মিত যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন উভয় বাহিনীর কমান্ডাররা।

সাক্ষাতে বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, কুষ্টিয়া সেক্টরের স্টাফ অফিসার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম, মেজর মো. আমিনুর রহমান, স্থানীয় কোম্পানি কমান্ডার ও বিওপি কমান্ডার। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ১১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী শংকর প্রসাদ সাহু, সেক্টরের স্টাফ অফিসার, কোম্পানি কমান্ডার ও বিওপি কমান্ডার।

সাক্ষাৎ শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এর আগে, কর্নেল আহসান হাবীব বিএসএফ সেক্টর কমান্ডার শ্রী অনীল কুমার সিনহাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

ইএইচ

Link copied!