ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কমিউনিটি ক্লিনিকের সংযোগ সড়ক নেই, ১৩ বছর ধরে দুর্ভোগ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৩:০৬ পিএম

কমিউনিটি ক্লিনিকের সংযোগ সড়ক নেই, ১৩ বছর ধরে দুর্ভোগ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান কমিউনিটি ক্লিনিক। সরকারের উদ্যোগে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১২ সালে ক্লিনিকটি স্থাপন করা হয়। যদিও এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ মিলছে, তবে একটি সংযোগ সড়কের অভাবে গত ১৩ বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এ দীর্ঘ সময়েও সমস্যার স্থায়ী সমাধানে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, চারপাশে শুধু ফসলের মাঠ। তার মাঝখানে দাঁড়িয়ে আছে ক্লিনিক ভবনটি। যাতায়াতের জন্য নেই কোনো নির্দিষ্ট রাস্তা। সেবা নিতে আসা মানুষজনকে বাধ্য হয়ে অন্যের জমির আইল দিয়ে চলাচল করতে হচ্ছে।

জানা গেছে, জায়গার সংকটে স্থানীয় এক ব্যক্তির দানকৃত ফসলি জমিতে ক্লিনিকের ভবন নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পর থেকে ক্লিনিকে যাওয়ার জন্য কোনো সংযোগ সড়ক তৈরি হয়নি। জমির মালিকরা জায়গা দিতে অস্বীকৃতি জানালে সড়ক নির্মাণের কাজ শুরু করেও তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সংযোগ সড়কের দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। তবে সেই উদ্যোগও বাস্তবায়িত হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়ক না থাকায় তাদের দুর্ভোগ চরমে উঠেছে। গর্ভবতী নারী ও গুরুতর রোগীদের পায়ে হেঁটে ক্লিনিকে পৌঁছাতে হয়। বৃষ্টির দিনে কর্দমাক্ত পথ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এমনকি বর্ষাকালে ক্লিনিকের ভেতরে পানি প্রবেশ করে সেবা কার্যক্রমও ব্যাহত হয়।

আনসার আলী সরকার নামে এক বাসিন্দা বলেন, “ভ্যান বা রিকশা যেতে না পারায় অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াতে অনেক কষ্ট হয়।”

স্থানীয় গৃহবধূ সাজেদা খাতুন বলেন, “নারীরা অসুস্থ হলে এই ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন, কিন্তু রাস্তা না থাকায় তাদের চলাফেরায় ভীষণ কষ্ট হয়। একটি সংযোগ সড়ক হলে ভালো হতো।”

বেতুয়ান কমিউনিটি হেলথ ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ফরিদুল ইসলাম বলেন, “আমরা নিয়মিত স্বাস্থ্যসেবা দিচ্ছি, বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। কিন্তু সড়ক না থাকায় রোগীদের যাতায়াতে সমস্যায় পড়তে হয়।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, “বেতুয়ান কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের জন্য সংযোগ সড়ক জরুরি। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, “ওই ক্লিনিকের সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

ইএইচ

Link copied!