ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে রেলপথ অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মে ১৫, ২০২৫, ০৪:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে রেলপথ অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে সব আন্তঃনগর ট্রেন চালু ও রেল সংযোগ উন্নয়নের দাবিতে রেল অবরোধ, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকায় বসবাসরত নাগরিকদের সংগঠন 'চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি'। 

কর্মসূচির সময় মল্লিকা এক্সপ্রেস ট্রেনটি কিছু সময়ের জন্য আটকে পড়ে। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে আন্দোলনকারীদের সঙ্গে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনায় বসার আশ্বাস দিলে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

অবরোধ চলাকালীন আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মো. লতিফুর রহমান, জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, বিএনপি নেতা শামসুল হক গানু ও আবু তাহের খোকন, জাসদ নেতা মনিরুজ্জামান মনির, ঠিকাদার তৌহিদুর রহমান, সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর শাহনেয়াজ খান সিনা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খাদ্যে উদ্বৃত্ত ও আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। অথচ এখানে বর্তমানে একমাত্র আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস ভোরে ছেড়ে যায়, যা সাধারণ যাত্রীদের জন্য খুবই অসুবিধাজনক। জেলার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ ঢাকায় বসবাস করেন এবং নিয়মিত যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়।

তাদের দাবির মধ্যে রয়েছে—পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালু করা, সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপান্তর এবং মহাসড়ক চারলেন করা।

পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনুসুর রহমান জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং জানান, সেটি তাৎক্ষণিকভাবে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

রেল অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগে গত বুধবারও একই দাবিতে রেল অবরোধ কর্মসূচি পালন করে নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’।

ইএইচ

Link copied!