জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
মে ১৫, ২০২৫, ০৮:০৮ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
মে ১৫, ২০২৫, ০৮:০৮ পিএম
জেলা তথ্য অফিস খাগড়াছড়ির আয়োজনে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে "তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সভায় জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপসচিব নাজমুন আরা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খাঁ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং।
অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন বিষয়টি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।
প্রধান অতিথি নাজমুন আরা সুলতানা বলেন, "তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে আমাদের তরুণদের আধুনিক প্রযুক্তির সক্রিয়তা ও বিকাশকে কাজে লাগাতে হবে। নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তরুণরাই বিশ্বের বুকে বাংলাদেশের নেতৃত্ব দিবে।"
বিশেষ অতিথি নারায়ণ চন্দ্র খাঁ বলেন, "বর্তমানে চাকরিতে টেকনিক্যাল ট্রেনিংপ্রাপ্ত দক্ষ জনশক্তির চাহিদা ব্যাপক। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে তরুণ বেকারদের জন্য বিভিন্ন ট্রেডে তিন থেকে চার মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়, যা চাকরি প্রাপ্তি ও আত্মকর্মসংস্থান সৃষ্টি সহজ করছে।"
অন্য বিশেষ অতিথি ঞ্যোহ্লা মং বলেন, "পাহাড়ি জনপদের তরুণদের দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টিতে টেকনিক্যাল ট্রেনিং বিশেষ ভূমিকা রাখছে। তরুণ্যের জাগরণের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।"
সভাপতি মো. বেলায়েত হোসেন বলেন, "সভ্যতার বিকাশের সঙ্গে উন্নতির বিভিন্ন স্তরে চারটি শিল্প বিপ্লব সংঘটিত হয়েছে। বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। বিশ্বায়নের এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য প্রযুক্তির উৎকর্ষতা কাজে লাগাতে তরুণদের দক্ষ হওয়া অপরিহার্য।"
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
ইএইচ