ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

শরীয়তপুরে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে শিশুকে বলাৎকারের অভিযোগ

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর

মে ১৫, ২০২৫, ০৮:১২ পিএম

শরীয়তপুরে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে শিশুকে বলাৎকারের অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জে খেলনা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে স্বাধীন মোল্লা (২২) নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।

শিশুটিকে গুরুতর অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারী কান্দি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় দ্বিতীয় শ্রেণির ওই শিশু শিক্ষার্থী খেলছিল। এ সময় স্বাধীন মোল্লা খেলনা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের নির্জন আম বাগানে শিশুটি ও স্বাধীন মোল্লাকে দেখতে পান শিশুটির দাদি। স্বাধীন পালিয়ে যাওয়ার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি করছিলো। শিশুটি ঘটনার বর্ণনা দেয় এবং দ্রুত তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শরীয়তপুর সদর হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শিশুটির মা বলেন, “আমার ছেলে বাসার সামনে খেলছিলো। হঠাৎ ওকে দেখতে পাইনি। সবাই মিলে খোঁজাখুঁজি করার পর কিছুক্ষণ পরে ওর দাদির সাথে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে। তখন সে সব ঘটনা খুলে বলে। আমার ছেলের সঙ্গে যা হয়েছে, তা যেন আর কোনো মায়ের সন্তানের সঙ্গে না ঘটে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

ভুক্তভোগীর দাদি বলেন, “আমি খোঁজ করতে গিয়ে দেখি বাড়ির পাশের বাগানে আমার নাতি ও স্বাধীন বসে আছে। আমি তাদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাধীন দৌড়ে পালিয়ে যায়। আমার নাতি রক্তাক্ত অবস্থায় বসে ছিলো। আমি বিষয়টি জানতে চাইলে সে সব কিছু বলে দেয়। আমরা এ ঘটনার কঠোর বিচার চাই।”

অভিযুক্ত স্বাধীন মোল্লার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। 

প্রতিবেশীরা জানান, ঘটনা জানাজানি হলে স্বাধীন পরিবারসহ পালিয়ে গেছে। স্বাধীন সখিপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান বেপারির অনুসারী বলে জানাগেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে অভিযোগ দিতে অনুরোধ করেছি। এ ঘটনায় মামলা করা হবে।”

ইএইচ

Link copied!