জয়পুরহাট প্রতিনিধি
মে ১৬, ২০২৫, ০৪:৫১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি
মে ১৬, ২০২৫, ০৪:৫১ পিএম
“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে ধারণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে জয়পুরহাটে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৩ জন তরুণ-তরুণী নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী। এ চাকরি পেতে অনলাইন আবেদনসহ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।
শুক্রবার জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিলসেডে এ ফলাফল ঘোষণা করেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এ সময় নবনিযুক্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কোনো প্রকার হয়রানি, সুপারিশ বা ঘুষ ছাড়াই চাকরি পাওয়ায় খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী, যারা বেশিরভাগই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, “এই নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল। যাঁরা আজ নিয়োগ পেয়েছেন, তাঁরা প্রত্যেকেই যোগ্যতা ও মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছেন। কাউকেই কোনো তদবির, যোগাযোগ বা ঘুষের আশ্রয় নিতে হয়নি।”
তিনি আরও জানান, পুলিশের বিভিন্ন স্তরে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এতে জনগণের আস্থা যেমন বাড়বে, তেমনি পুলিশ বাহিনীও পাবে সৎ ও যোগ্য সদস্য।
ইএইচ