গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
মে ১৬, ২০২৫, ০৫:২১ পিএম
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
মে ১৬, ২০২৫, ০৫:২১ পিএম
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর তিনি সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল আউয়াল সরদার হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়তে গেলে ইমিগ্রেশন পুলিশের নজরে আসেন এবং তখনই তাকে আটক করা হয়।
শুক্রবার সকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গোসাইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর দুপুরে গোসাইরহাট থানা পুলিশ তাকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরণ করে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, “সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে বিমানবন্দর থেকে আটক করে আমাদের থানায় পাঠানো হয়। তাকে বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।”
ইএইচ