Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর প্রতিনিধি 

মে ১৭, ২০২৫, ০৩:৫০ পিএম


দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন

"সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি ও সেমিনারের আয়োজন করেছে জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ।

শনিবার সকাল সাড়ে ৮টায় জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে সকাল ১০টায় কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডা. সুধা রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ শরিফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ডা. শারমিন ছাত্তার, উপাধ্যক্ষ মোছাঃ মোস্তফা বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এএসএম আকতার শামীম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কেয়ার নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সাবরীনা মমতাজ।

ইএইচ

Link copied!