দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ১৭, ২০২৫, ০৪:০২ পিএম
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মে ১৭, ২০২৫, ০৪:০২ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৪২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ৪৭ বিজিবির কর্মকর্তারা।
বিজিবি সূত্রে জানা যায়, একই দিনে বিভিন্ন স্থানে চালানো অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, দৌলতপুর উপজেলার চর-চিলমারী এলাকার দক্ষিণ খারিজাথাক এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
১৫ মে জামালপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮ কেজি গাঁজা, কাজীপুর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল, আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইন ও ৩.২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া ১৬ মে বিকাল ৫টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশনে চিলাহাটি থেকে খুলনাগামী "রূপসা এক্সপ্রেস" ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১.৮৫০ কেজি হেরোইন জব্দ করা হয়।
সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্রের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ যথাযথ প্রক্রিয়ায় দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের মাদক স্টোরে সংরক্ষণের পর ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, "সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।"
ইএইচ