অভয়নগর (যশোর) প্রতিনিধি
মে ১৭, ২০২৫, ০৭:৫৬ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
মে ১৭, ২০২৫, ০৭:৫৬ পিএম
নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বিভিন্ন বিভাগে যশোর জেলা দুদক কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন। তিনি জানান, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে ডাক্তারদের উপস্থিতি, স্বাস্থ্যসেবার মান, খাবার সরবরাহ ও অ্যাম্বুলেন্স সেবার বিষয়ে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। রোগীদের সাথে কথা বলে জানা যায়, তারা নিয়মিত খাবার পাচ্ছেন না, নির্ধারিত তালিকা অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে না, কিছু ডাক্তার কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন, নার্সদের আচরণ অনেক ক্ষেত্রে অসদাচরণে পরিণত হয় এবং সরকারি অ্যাম্বুলেন্সের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
এক রোগীর জন্য বরাদ্দ ১২৯ গ্রাম মাছের স্থলে মাত্র ৩৮ গ্রাম মাছ সরবরাহ করা হচ্ছে। সকালের নাস্তায় তালিকাভুক্ত কলা, রুটি, ডিম ও চিনি সরবরাহ করা হয় না। প্রতি কেজি মাংসের জন্য সরকারি বরাদ্দ ৩১০ টাকা হলেও ব্যবহার করা হচ্ছে মাত্র ১৮০ টাকার ব্রয়লার মুরগির মাংস।
সরকারি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে অভয়নগর থেকে যশোর পর্যন্ত সর্বোচ্চ ভাড়া নির্ধারিত ৭০০ টাকা হলেও রোগীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত।
দুদকের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা দুদকের উপ-সহকারী প্রকৌশলী তাওহীদুল ইসলাম, জালাল উদ্দিন, চিরঞ্জীব নিয়োগী এবং অভয়নগর থানার এসআই মিহির মণ্ডলসহ পুলিশের একটি টিম।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন জানান, এসব অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ