সফিক ইসলাম, পাবনা
মে ১৭, ২০২৫, ০৮:০৭ পিএম
সফিক ইসলাম, পাবনা
মে ১৭, ২০২৫, ০৮:০৭ পিএম
পাবনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে এবং ১টি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সিলগালা করেছে।
শনিবার সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি’র নেতৃত্বে জেলার পশ্চিম সাধুপাড়া এলাকায় ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে অভিযানের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রথমে পশ্চিম সাধুপাড়ায় অবৈধ চানাচুর তৈরির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর ইনসাফ বেভারেজ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনুমতি ছাড়া শিশুখাদ্য জাতীয় ড্রিংকস উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি পাওয়া যায়। উৎপাদিত জুসের বোতলে অনুমোদন ছাড়া বিএসটিআই এর লোগো ও বিডিএস নম্বর ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে সিলগালা করা হয়।
পাবনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে পাবনা জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।
ইএইচ