ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

নকল বিড়িসহ বিপুল পরিমাণ উপকরণ জব্দ

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

মে ১৭, ২০২৫, ০৮:৩৫ পিএম

নকল বিড়িসহ বিপুল পরিমাণ উপকরণ জব্দ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল, লালনশাহ ব্রীজমোড় ও জগশ্বর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি, অসংখ্য জাল ব্যান্ডরোল, লেবেলবিহীন আকিজ বিড়ি, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ অভিযান পরিচালনা করে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে বিড়ি উৎপাদন ও বিক্রি করে আসছিল। তারা সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৭টায় কাস্টমস কর্মকর্তা পুলক সাহার নেতৃত্বে একটি টিম ভেড়ামারা উপজেলার বারমাইল, লালনশাহ ব্রীজমোড় ও জগশ্বর গ্রামে অভিযান চালায়।

অভিযানে জগশ্বর গ্রামের বাকিবের বাড়ির পাশে বাঁশবাগান থেকে অসংখ্য লেবেলবিহীন নকল আকিজ বিড়ি, ৬৬,০০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত মরিয়ম বিড়ি এবং ৪৫,০০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত ১১৬ নং বকুল বিড়ি জব্দ করা হয়।

এছাড়া ৮,০০০ পিছ জাল ব্যান্ডরোল (যা প্রায় ২ লাখ বিড়িতে ব্যবহার করা যেত) ও ফিল্টারসহ বিড়ি তৈরির বিপুল পরিমাণ নকল উপকরণও জব্দ করা হয়।

অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা দ্রুত নকল বিড়ি ও উপকরণ রেখে পালিয়ে যায়।

অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি ও উপকরণ কাস্টমস হেফাজতে নেয়া হয়।

কাস্টমস কর্মকর্তা পুলক সাহা বলেন, “বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল বিড়ি উৎপাদন ও ব্যবসা চালানো হচ্ছিল। এই ধরনের কার্যক্রম চলতে দেওয়া হবে না। আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!