কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ১৮, ২০২৫, ০৫:২৮ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ১৮, ২০২৫, ০৫:২৮ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বেতন না পাওয়ায় বিক্ষোভে নেমেছেন মাহমুদ ডেনিম কারখানার শ্রমিকরা।
রোববার সকাল ১১টার দিকে কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক সফিপুর আনসার একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের অভিযোগ, টানা দুই মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। এমন পরিস্থিতিতে তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই দাবি আদায়ে সড়কে নামা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের আশ্বাসে শ্রমিকরা পরে সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. যোবায়ের আহমেদ বলেন, “শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”
ইএইচ