Amar Sangbad
ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫,

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও থানা ঘেরাও

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ১৮, ২০২৫, ০৬:১৬ পিএম


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও থানা ঘেরাও

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোড়া ছাত্র হত্যাকাণ্ডের মামলার জেরে বহিষ্কৃত নেতা আবু ইবনে রজ্জবকে কেন্দ্র করে দিনাজপুরে ফের উত্তেজনা ছড়িয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর পৌরসভার বড়বন্দর গুড়গোলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজ্জব মাস্ক পরা দলীয় সমর্থকদের নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওটি দেখার পর সাধারণ ছাত্র, স্থানীয় জনতা ও দিনাজপুরবাসী ক্ষোভে ফেটে পড়েন।

পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা দিনাজপুর কোতোয়ালি থানার শাটার গেট বন্ধ করে দিয়ে আবু ইবনে রজ্জবসহ তার অনুসারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বিক্ষোভকারীদের কাছে জানতে চান, "কি কারণে আপনারা এমন পদক্ষেপ নিয়েছেন?" তিনি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেন।

বিক্ষোভকারীরা জানান, দিনাজপুরের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সরাসরি কথা না হওয়া পর্যন্ত তারা থানা এলাকা ত্যাগ করবেন না।

রাত আনুমানিক ১১টায় ভিডিও কলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করেন, ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপারের আশ্বাসের পর বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন।

বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর সভাপতি মো. আবীর, নাগরিক কমিটির সভাপতি মো. রেজাউলসহ এন.সি.পি.-এর নেতাকর্মীরা।

পরদিন ওসি মতিউর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানের অংশ হিসেবে আবু ইবনে রজ্জবের মালিকানাধীন আবাসিক হোটেল ‘আফিয়া’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইএইচ

Link copied!