Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

সন্দ্বীপে রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ১৮, ২০২৫, ০৭:৫৯ পিএম


সন্দ্বীপে রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মুন্সি বাড়িতে হামিদা বেগম (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূর মরদেহ নিজ ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

প্রাথমিক তদন্তের অংশ হিসেবে সন্দ্বীপ থানা পুলিশ নিহতের স্বামী তৈয়বকে (৩৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূর মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাটি রহস্যজনক হওয়ায় আমরা তদন্ত শুরু করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ

Link copied!