কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ১৮, ২০২৫, ০৮:৩৯ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ১৮, ২০২৫, ০৮:৩৯ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মহাসড়কে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে মাইকিং করেছে নাওজোড় হাইওয়ে পুলিশ।
রোববার বিকেলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মাইকিং করে দোকানদারদের ফুটপাত খালি করার নির্দেশ দেওয়া হয়।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইজ উদ্দিন মাইকিং কার্যক্রমের নেতৃত্ব দেন।
তিনি জানান, “ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার মৌখিকভাবে সতর্ক করার পরও অনেকেই অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “এবার মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সর্বশেষ সতর্ক করা হলো। এরপরও যারা ফুটপাত দখল করে রাখবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নাওজোড় হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই চন্দ্রা এলাকায় ফুটপাত দখলের কারণে যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ এর ফলে চরম ভোগান্তিতে পড়ছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে নিয়মিত অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করা হবে।
ইএইচ