কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ১৯, ২০২৫, ১১:৪৮ এএম
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে উপজেলার বক্তারপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকার বাসিন্দা গাউজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ইসমাইল হোসেন অন্যতম আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইএইচ