গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
মে ১৯, ২০২৫, ০৩:৪৪ পিএম
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
মে ১৯, ২০২৫, ০৩:৪৪ পিএম
খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল কাদের (৭১)। তিনি মৃত ইয়াকুব আলীর ছেলে এবং চার সন্তানের জনক।
সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আব্দুল কাদের। পরিবারের অভ্যন্তরে চলমান কলহ এবং মানসিক চাপে তিনি হতাশায় ভুগছিলেন। এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আব্দুল কাদেরের পরিবারে স্ত্রী ও চার ছেলে রয়েছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ইএইচ