Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

শৈলকুপায় মহাসড়কের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

মে ১৯, ২০২৫, ০৫:২৫ পিএম


শৈলকুপায় মহাসড়কের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের ওপর গড়ে তোলা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ।

সোমবার সকালে উপজেলার আসাননগর এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম মহাসড়কের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেন। বারবার সতর্ক করার পরও তিনি নির্মাণ কার্যক্রম বন্ধ না করায়, সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানা এবং শৈলকুপা থানা পুলিশের সদস্যরা।

সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর বলেন, “মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও মহাসড়কের আশপাশে যেকোনো অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “মহাসড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নিয়মিতভাবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আমরা সবার প্রতি অনুরোধ করছি, মহাসড়কের জায়গা দখল করে কোনো স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকুন।”

ইএইচ

Link copied!