ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২২ জুন, ২০২৫
Amar Sangbad

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে ভুয়া র‍্যাব সদস্য আটক

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

মে ২১, ২০২৫, ০৩:১৭ পিএম

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে ভুয়া র‍্যাব সদস্য আটক

পদ্মা সেতুর দক্ষিণ এলাকায় ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছের চেকপোস্টে নিয়মিত যাচাই চলাকালীন, পুলিশের (হাইওয়ে পুলিশ) সতর্কতায় ভুয়া 'র‍্যাব' সদস্য পরিচয় দেওয়ার চেষ্টা করে এমন এক যুবককে আটক করা হয়। 

এ সময় তার সাথে উদ্ধার করা হয় একটি ধাতব খেলনা পিস্তল (২টি নয়, একটি), ওয়াকিটকি, দুইটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন ও ৫ হাজার টাকার নগদ।

ঘটনাটি বুধবার সকালে ঘটে।

পুলিশের চেকপোস্টে, একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দেওয়ার পরে গাড়ি থেকে নামেন এক ব্যক্তি। কোমরে পিস্তল ও হাতে ওয়াকিটকি থাকা অবস্থায় সে নিজেকে 'র‍্যাব' সদস্য বলে পরিচয় দেয় এবং জানান, তাদের গাড়িতে একজন আসামি রয়েছে। কিন্তু পুলিশ সদস্যদের ব্যক্তির প্রদত্ত পরিচয়পত্র যাচাই করতে শুরু করলে প্রাথমিক পর্যায়ে সংশয়ের অবস্থা সৃষ্টি হলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এই অবস্থায়, মাইক্রোবাসে থাকা বাকি সদস্যরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়; তবে পুলিশ দ্রুত সেই ব্যক্তি আটক করে।

আটককৃত যুবক মো. আশিকুর রহমান (৩২) রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মো. আশিকুর রহমান বর্তমানে হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন, “সেনাবাহিনীর থেকে বরখাস্ত হওয়ার পর আমি কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত নেই।”

ঘটনাস্থল থেকে উদ্ধার করা সামগ্রীসমূহের মধ্যে রয়েছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, দুইটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫,০০০ টাকা।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন আমাদের জানান, “পুলিশের নিয়মিত চেকপোস্টে এক ব্যক্তি র‍্যাব পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশ সদস্যদের সতর্ক থাকার কারণে সে ধরা পড়েন।”

পরে, মাইক্রোবাসে থাকা বাকি পাঁচজন (জুয়েল-৩৮, ড্রাইভার রাসেল-৪০, হাসান-২৮, জাহাঙ্গীর-৩৫ ও রফিকুল-২৮) পলাতক অবস্থায় হওয়ার খবর আসছে। বর্তমানে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালু আছে।

পুলিশ জানায়, এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হয়নি। তবে ভবিষ্যতে হাইওয়ের পুলিশের সাথে সমন্বয় করে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!