দিনাজপুর প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৭:০৪ পিএম
দিনাজপুর প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৭:০৪ পিএম
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর আয়োজনে এবং প্রমোটিং জেন্ডার রিসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস)-এর সহযোগিতায় দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. শামীম কবির।
বুধবার ব্র্যাক লার্নিং সেন্টারের হলরুমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি জান্নাতুস সাফা শাহিনুরের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম।
বিবিডিএন এর ডিরেক্টর অপারেশনস আজিজা আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিবিডিএন এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. তারেক মাহমুদ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, উইমেন চেম্বার অব কমার্সের উপদেষ্টা মোহাম্মদ মামুন সরকার।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উদ্যোক্তা ফারহানা ইয়াসমিন, মহিলা উন্নয়ন সংস্থার শামসুন নাহার রশনী এবং সাবক এগ্রোর আজমিরা প্রমুখ।
ইএইচ