অভয়নগর (যশোর) প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৮:২২ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
মে ২১, ২০২৫, ০৮:২২ পিএম
যশোরের অভয়নগরে একটি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক অজ্ঞাত ব্যক্তি শ্রেণিকক্ষে ঢুকে ভয়ভীতি প্রদর্শন করলে তারা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে।
বুধবার দুপুরে উপজেলার পায়রা ইউনিয়নের টিএম আব্দুল হামিদ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন- মরিয়ম খাতুন, রিমি খাতুন, সিনহা, মাধুরী, শর্মি খাতুন ও শ্রাবণী — এরা সবাই ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্যমতে, দুপুরের দিকে একজন অজ্ঞাত ব্যক্তি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের নানা প্রশ্ন করতে থাকেন। সঠিক উত্তর না দিলে তিনি মোবাইল ফোনে তাদের ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখান। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে ৬ শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবির হোসেন বলেন, “ভয়ের কারণে ৬ শিক্ষার্থী আতঙ্কিত হয়ে হাসপাতালে আসে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে দুইজন বাড়ি ফিরে গেছে এবং বাকি চারজনের অবস্থাও স্থিতিশীল।”
এক শিক্ষার্থীর অভিভাবক শফিয়ার রহমান বলেন, “স্কুল চলাকালে শ্রেণিকক্ষে কীভাবে একজন অজ্ঞাত ব্যক্তি ঢুকে পড়লো, তা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার বিশ্বাস বলেন, “বহিরাগত একজনের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীরা এখন সুস্থ আছে। ভবিষ্যতে যাতে এমন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকবো।” তবে তিনি জানান, এ ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিস কিংবা থানা পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি।
ইএইচ