Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫,

সাঘাটায় সাবেক ভাইস চেয়ারম্যান রোস্তম আলী গ্রেপ্তার

ইয়ামিন হাসান, সাঘাটা

ইয়ামিন হাসান, সাঘাটা

মে ২১, ২০২৫, ০৮:৪২ পিএম


সাঘাটায় সাবেক ভাইস চেয়ারম্যান রোস্তম আলী গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোস্তম আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার জুমারবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন, “গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে রোস্তম আলীকে গ্রেপ্তার করা হয়েছে।”

রোস্তম আলী স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত ও সক্রিয় নেতা। তার গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইএইচ

Link copied!