ফেনী জেলা প্রতিনিধি:
মে ২২, ২০২৫, ১২:২৯ পিএম
ফেনী জেলা প্রতিনিধি:
মে ২২, ২০২৫, ১২:২৯ পিএম
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ২৪ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে ছাগলনাইয়ার যশপুর এবং ফুলগাজীর খেজুরিয়া সীমান্ত দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সূত্রে জানা গেছে, ভোররাত আনুমানিক চারটার দিকে ছয়টি পরিবারের ২৪ জন সদস্যকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আসার সময় তাঁদের আটক করা হয়েছে। পরে নিয়ম অনুযায়ী তাঁদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।”
বিজিবি জানিয়েছে, পুশইনকৃতদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘বিএসএফ প্রায় সময়ই এরকমভাবে বাংলাদেশিদের সীমান্তে পুশইন করে। বিষয়টি দুদেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজন।’’
বিআরইউ