Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫,

মাগুরায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

মে ২২, ২০২৫, ০৭:২৬ পিএম


মাগুরায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

মাগুরা জেলার শ্রীপুর থানার বরিশাট গ্রামে মাদক ও দেশীয় অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর আর্মি ক্যাম্প। গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে বৃহস্পতিবার দুপুর ২টায় আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন মো. শফিকুল মোল্লা (৩০)যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা,চাঁদাবাজি এবং বিকাশ প্রতারণাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একই অভিযানে আটক করা হয় তার মা মোছা. জাহানারা বেগমকেও।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে: ইয়াবা ১৫০ পিস, গাঁজা ৪৬০ গ্রাম, গাঁজা মাপার মেশিন ১টি, কল্কি (গাঁজা সেবনের যন্ত্র) ৪টি, মোবাইল ফোন ১৯টি, মেমোরি কার্ড ২টি, মোবাইল সিম কার্ড ২৯টি, চাইনিজ কুড়াল ১টি, টিপ চাকু ১টি, টেঁটা ৩টি, মোটরসাইকেল ১টি, গুলতি ১টি, মার্বেল (গুলতির গুলি হিসেবে ব্যবহৃত) ১০০০টি, গ্যাস লাইটার ২৫টি।

আটককৃত আসামিরা হলেন, মো. শফিকুল মোল্লা (৩০)পিতা. মৃত শহিদুল মোল্লা গ্রাম. বরিশ হাট, পোস্ট.  শ্রীখোল, থানা. শ্রীপুর, জেলা. মাগুরা। মোছা. জাহানারা বেগম স্বামী. মৃত শহিদুল মোল্লা গ্রাম. বরিশাট, পোস্ট. শ্রীখল, থানা. শ্রীপুর, জেলা. মাগুরা।

অভিযান শেষে আটককৃতদের ও জব্দকৃত সকল মালামালকে শ্রীপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরএস

Link copied!