ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

অভয়নগরে কৃষকদল সভাপতিকে গুলি করে ও কুপিয়ে হত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মে ২২, ২০২৫, ১১:০৪ পিএম

অভয়নগরে কৃষকদল সভাপতিকে গুলি করে ও কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি এস এম তরিকুল ইসলামকে (৫০) গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা ঘটনাস্থলসহ আশপাশের অন্তত ২০টি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। তিনি একজন মৎস্যঘের ব্যবসায়ী ছিলেন।

সরাসরি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পিন্টু বিশ্বাসের বাড়ির একটি কক্ষে তরিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। আশপাশের প্রায় ২০টি ঘরে আগুন জ্বলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। থানা, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিহতের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী সুমন হোসেন জানান, “আছরের নামাজ শেষে জরুরি প্রয়োজনে তরিকুল ভাই ও আমি ডহরমশিয়াহাটী গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে যাই। সেখানে মৎস্যঘের সংক্রান্ত বিষয়ে কথাবার্তা চলছিল। হঠাৎ ৬-৭ জন অজ্ঞাত সন্ত্রাসী ঘরে ঢুকে পড়ে। একজন তরিকুল ভাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।”

নিহতের বড় ভাই এস এম রফিকুল ইসলাম বলেন, “ঘের সংক্রান্ত বিরোধের জেরে আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে পিন্টু বিশ্বাসসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

ইএইচ

Link copied!