Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

অভয়নগরে কৃষক দলের সভাপতিকে হত্যা: পুলিশ হেফাজতে ২

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মে ২৩, ২০২৫, ০৪:৪১ পিএম


অভয়নগরে কৃষক দলের সভাপতিকে হত্যা: পুলিশ হেফাজতে ২

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি এস এম তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় দুই যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

বৃহস্পতিবার গভীর রাতে সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রাম থেকে তাদের থানায় নেওয়া হয়। 

বিষয়টি শুক্রবার দুপুরে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডহরমশিয়াহাটী গ্রামের বেড়েধা এলাকায় পিন্টু বিশ্বাসের বাড়ি থেকে তরিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৎস্যঘের চুক্তি সংক্রান্ত বিরোধের জেরে তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তার মাথায় গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি হাত বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে মাথায় ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়।

নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে।

তরিকুলের বড় ভাই এস এম রফিকুজ্জামান জাতীয়তাবাদী শ্রমিক দল নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক, বলেন, "বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। নির্মম, নৃশংসভাবে তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"

ঘটনার পর উত্তেজিত জনতা বেড়েধা এলাকার প্রায় ২০টি বাড়িতে ভাঙচুর চালায় এবং কয়েকটিতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে ওসি মো. আব্দুল আলীম বলেন, "সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।"

ইএইচ

Link copied!