লালমনিরহাট প্রতিনিধি
মে ২৩, ২০২৫, ০৫:৩৮ পিএম
লালমনিরহাট প্রতিনিধি
মে ২৩, ২০২৫, ০৫:৩৮ পিএম
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের শামুটারি রেলগেট সংলগ্ন একমাত্র পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ব্যক্তিগতভাবে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন আল আকসা হজ্ব ট্রাভেলসের এজেন্ট কাজী আব্দুস সালাম।
এর ফলে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছেন প্রায় পাঁচ শতাধিক পরিবার।
শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাজুড়ে পানি জমে গেছে। অনেক বাড়িতে রান্না বন্ধ, পুকুরের মাছ ভেসে গেছে, মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, দূষিত পানিতে শিশু ও বয়স্করা পড়েছেন স্বাস্থ্যঝুঁকিতে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, “আমার পুকুর থেকে লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে। আশেপাশের আরও ছয়টি পুকুরে একই অবস্থা। আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।”
যুব উদ্যোক্তা আজিজুল ইসলাম জানান, “আমার মুরগির খামার এখন জলাবদ্ধতায় বিপর্যস্ত। মুরগি অসুস্থ হয়ে পড়ছে, পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।”
একই এলাকার সোহানুর রহমান জানান, “দুইটি পুকুরে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। নিয়মিত বৃষ্টিতে আমার একমাত্র জীবিকা বিপন্ন হয়ে গেছে।”
স্থানীয় গৃহবধূ মিনা বেগম বলেন, “তিনদিন ধরে ঘরের ভেতর পানি, চুলা জ্বালাতে পারছি না। শিশুদের নিয়ে খুব কষ্টে আছি।”
অভিযোগ রয়েছে, কাজী আব্দুস সালাম নিজের বিলাসবহুল বাড়ি নির্মাণের সময় স্থানীয় জলপ্রবাহের পথ বন্ধ করে দিয়েছেন। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রায় দুই শতাধিক মানুষের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাশ বলেন, “আমি স্মারকলিপিটি পেয়েছি এবং সরেজমিন তদন্তের জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছি। শনিবার থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
ইএইচ