এম এ মান্নান, চৌগাছা (যশোর)
মে ২৩, ২০২৫, ০৮:০৭ পিএম
এম এ মান্নান, চৌগাছা (যশোর)
মে ২৩, ২০২৫, ০৮:০৭ পিএম
যশোরের চৌগাছায় পল্লী বিদ্যুৎ সমিতির সেবার নামে ভোগান্তির প্রতিবাদে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) এক প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার বিকাল ৫টায় শহরের প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা চৌগাছায় বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের নাজুক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।
এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, “চৌগাছা একটি বিকাশমান শিল্প ও ব্যবসাকেন্দ্রিক উপজেলা হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত লোডশেডিংয়ের শিকার হচ্ছে। অথচ পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা এখনও এই সংকটের সুস্পষ্ট ব্যাখ্যা দেননি। বৈষম্যমূলকভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে।”
তিনি অভিযোগ করে বলেন, “নিম্নমানের যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে মিটার চার্জ, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জসহ নানা ফি নেওয়া হলেও দুর্ভোগের শেষ নেই। এতে স্পষ্ট জনসেবা নয়, হয়রানিই নিয়মে পরিণত হয়েছে।”
রিপন মাহমুদ আরও বলেন, “দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ বিতরণ করে পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। বিআরইবি লাইন নির্মাণ, মালামাল ক্রয় ও প্রকল্প বাস্তবায়ন করে, অথচ দায়ভার চাপানো হয় সমিতির ওপর।”
তিনি এই কাঠামো সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, “বিআরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে দায়বদ্ধ একটি ব্যবস্থা গড়ে না তুললে নাগরিক দুর্ভোগ অব্যাহত থাকবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির চৌগাছা উপজেলা নেতা নাসিম রেজা নাহিদ, সোহান আহমেদ, রইসূল এবং স্থানীয় নাগরিক তুষার।
বক্তারা বিদ্যুৎ খাতে জবাবদিহিমূলক সংস্কার এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার দাবি জানান।
ইএইচ