Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মে ২৪, ২০২৫, ০৩:৩৩ পিএম


চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে অন্তত এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শনিবার সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের উদ্যোগে এই চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটি পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প (বেঙ্গল ক্যাভালরি)।

চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ. এম. সাদিক ওয়ালিদ জানান, গাইনী, চক্ষু, শিশু ও মেডিসিন বিভাগের দরিদ্র রোগীদের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়। এই ক্যাম্পে এক জন সিভিল এবং চার জন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসকদের মধ্যে গাইনী রোগীদের দেখেন মেজর শামসুন নাহার, চক্ষু বিভাগের দায়িত্বে ছিলেন ডা. মালিহা নাওয়ার, মেডিসিন বিভাগে ছিলেন মেজর মশিউর রহমান ও মেজর মঞ্জুরুল করিম এবং শিশু রোগীদের চিকিৎসা সেবা দেন ক্যাপ্টেন অনন্যা রহমান।

এ সময় ক্যাম্পে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন শেখ আরমান হোসেন হৃদয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপস্থিত রোগীরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ইএইচ

Link copied!