অভয়নগর (যশোর) প্রতিনিধি
মে ২৫, ২০২৫, ০৮:১৮ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
মে ২৫, ২০২৫, ০৮:১৮ পিএম
“ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই শ্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগরে ভূমি সেবা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী আয়োজিত এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন হৃদয়সহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা ভূমি সেবার মান উন্নয়ন এবং জনগণের ভোগান্তি দূরীকরণে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী সেবা প্রত্যাশীদের যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
ইএইচ