অভয়নগর (যশোর) প্রতিনিধি
মে ২৬, ২০২৫, ১১:৪০ এএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
মে ২৬, ২০২৫, ১১:৪০ এএম
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি এস. এম. তরিকুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে সোমবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, যা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অভয়নগরের ভাটবিলা গ্রামের তাপস মণ্ডলের ছেলে স্বদেশ মণ্ডল, ডহর মশিয়াহাটি গ্রামের সুজিত বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, খুলনার পাইকগাছার হানিরাবাদ গ্রামের মৃত গোস্ত তরফদারের ছেলে অসীম তরফদার, দেলুটি গ্রামের মৃত অবনি রায়ের ছেলে প্রজিৎ রায় এবং মণিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের রিপন মহালদারের ছেলে সৌমেন মহালদার।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, "এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি। তবে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আটক পাঁচজনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনায় এখনো মামলা না হওয়ায় নানা প্রশ্ন ও গুঞ্জন উঠেছে স্থানীয় মহলে।
ইএইচ