ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

মে ২৬, ২০২৫, ১২:৪৪ পিএম

মাগুরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা ২০২৫”। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যাতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। 

র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, “নাগরিকরা যেন ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারির আবেদনসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারেন—এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।” 

তিনি ভূমি সেবার ডিজিটাল রূপান্তর ও সহজীকরণের গুরুত্ব তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুধীজন।

মেলাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে স্থাপন করা হয়েছে একাধিক স্টল। এসব স্টলে “ওয়ান স্টপ সার্ভিস” পদ্ধতিতে ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হচ্ছে। আগত সেবাপ্রার্থীরা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কেও হাতে-কলমে ধারণা পাচ্ছেন।

মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। আয়োজকদের মতে, জেলার সাধারণ মানুষকে ভূমি সেবা ব্যবস্থার উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ইএইচ

Link copied!