Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫,

বোয়ালমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রি, গ্রাম্য আদালতে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মে ২৬, ২০২৫, ১২:৪৯ পিএম


বোয়ালমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রি, গ্রাম্য আদালতে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে জাকারিয়া (২৫) নামের এক কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।

এ সময় জব্দকৃত সব মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ এবং ‘বিধিমালা, ২০২১’-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এই জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার গুনবাহা ইউনিয়নের অমিতনগর বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন জাকারিয়া। মাংসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। পরে সন্ধ্যায় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, "অসুস্থ গরু জবাই করে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাংস বিক্রি করছিল ওই কসাই। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাকে জরিমানা এবং মাংস ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

ইএইচ

Link copied!