ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্যবিষয়ক জনসচেতনতামূলক সভা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মে ২৬, ২০২৫, ০৩:৪০ পিএম

বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্যবিষয়ক জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে "সিরাজগঞ্জ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাব সলিউশন্স" এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্যবিষয়ক এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় আয়োজিত এ হেলথ ক্যাম্পে চরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় অর্ধশতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। 

ক্যাম্পে প্রতিষ্ঠানটির অভিজ্ঞ চিকিৎসক মো. মেজবাহ উদ্দিন চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা এ সেবা কার্যক্রম চলে।

এ ছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ প্রদান করা হয় এবং চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পৃথকভাবে কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখা হয়। আয়োজকরা জানান, প্রান্তিক জনগণের অনেকেই এখনও স্বাস্থ্যসেবা ও সচেতনতার ব্যাপারে পিছিয়ে আছেন। নানা সীমাবদ্ধতার কারণে তাদের কাছে চিকিৎসাসেবা পৌঁছায় না। এই বাস্তবতাকে সামনে রেখে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেজবাহ উদ্দিন ফ্রি হেলথ ক্যাম্প ও জনসচেতনতামূলক সভার আয়োজন করেন।

স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজন গ্রামের অসচেতন মানুষকে সচেতন করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। তাই এ ধরনের ইতিবাচক উদ্যোগ আরও বেশি হওয়া প্রয়োজন।”

ইএইচ

Link copied!