Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫,

ময়মনসিংহে ভূমি মেলা: সর্বোচ্চ করদাতাদের সম্মাননা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ২৭, ২০২৫, ০৪:১০ পিএম


ময়মনসিংহে ভূমি মেলা: সর্বোচ্চ করদাতাদের সম্মাননা

ভূমি উন্নয়ন খাতে অবদান রাখা করদাতাদের উৎসাহিত করতে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’। গেল রোববার থেকে শুরু হয়ে মঙ্গলবার শেষ হওয়া এ আয়োজনে জেলার সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভূমি আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে অবহেলা বা অবজ্ঞার সুযোগ নেই। তবে এ খাতে অপরাধ সংঘটনের সুযোগ সৃষ্টি হয় তখনই, যখন আমাদের জ্ঞানের ঘাটতি থাকে। তখন কিছু অসাধু দালাল ও দুর্নীতিবাজরা সুযোগ নেয়। কিন্তু যদি আমরা ভূমি সেবাসমূহ সম্পর্কে জানি, তাহলে নিজেরাই সহজে এসব সেবা নিতে পারব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমউদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।

ভূমি করদাতা তিনজন সম্মাননা পেয়ে নিজেদের গর্বিত মনে করেন। তাঁরা বলেন, ‘এই স্বীকৃতি নিয়মিত কর প্রদানে আরও অনুপ্রাণিত করবে।’

মেলার শেষ দিনে দর্শনার্থীদের মধ্যে ভূমি সেবাসংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে ভূমি সংক্রান্ত তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবার প্রদর্শনী ছিল আগত নাগরিকদের কাছে বাড়তি আকর্ষণ।

বিআরইউ

Link copied!