Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫,

শিক্ষকের অশোভন আচরণ

রাজবাড়ীর আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৭, ২০২৫, ০৫:৫৭ পিএম


রাজবাড়ীর আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহিরাগত এক শিক্ষকের অশোভন আচরণের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত শিক্ষক প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে।

তাদের দাবি, গত সোমবার বিকেলে নারুয়া মুনছুর আলী কলেজের প্রভাষক মো. আওলাদ হোসেন নবম ও দশম শ্রেণির ক্লাস নিতে এসে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তিনি পড়া ধরার নামে ছাত্রীদের গায়ে হাত দেন, প্রেমের প্রস্তাব দেন এবং বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন। প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হলেও তিনি তা আমলে নেননি, বরং অভিযুক্ত শিক্ষককে ‘পাগল’ বলে এড়িয়ে যান।

অভিযুক্ত প্রভাষক মো. আওলাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একটু ক্লাস নিয়েছি, তাতেই এত কিছু! আপনারা লেখেন, এতে আমার কিছু আসে যায় না। আমিও দেখব, ওরা আমার কী করতে পারে।’

আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে বলেন, স্কুল ছুটির আগে আওলাদ হোসেন ক্লাস নিতে চায়। আমি ও সহকারী প্রধান শিক্ষক উপস্থিত ছিলাম। পরে আমরা চলে এলে শিক্ষার্থীরা অভিযোগ তোলে। তবে আমি বিষয়টিকে পুরোপুরি বিশ্বাস করছি না।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার তদন্তের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ বন্ধ করা হোক এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

বিআরইউ

Link copied!