Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫,

লক্ষ্মীপুরে কফিল উদ্দিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

মে ২৭, ২০২৫, ০৮:০৬ পিএম


লক্ষ্মীপুরে কফিল উদ্দিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন যৌথ স্বাক্ষরের মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।   

এতে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ২৪ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে মেহেরাব হোসেনকে আহবায়ক, শাহাদাত হোসেন রিংকুকে সিনিয়র যুগ্ম আহবায়ক, আজিম হোসেন হারুনকে সদস্যসচিব করা হয়েছে।

এছাড়াও ফয়সাল আহমেদ সজীব, সাইফুল ইসলাম হৃদয়, সৌরভ হোসেন, রবিউল আউয়াল চৌধুরী, রেদোয়ান হোসেন মুন্নাকে যথাক্রমে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এ দিকে সদর উপজেলার মান্দারী জিল্লুর রহিম কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ওমর ফারুক হৃদয়কে সভাপতি, শাওন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, নুরুল আলম সজীবকে সিনিয়র সহ-সভাপতি, মো. রায়হানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জান্নাত আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। 

এ দিকে দীর্ঘদিন পর বিভিন্ন বিশ্ববিবিদ্যালয় ও কলেজ কমিটি নিয়ে ছাত্রদলের পদপ্রত্যাশীদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতাসহ নেতা-কর্মীদের মধ্যে উৎসব-মুখর পরিবেশ বিরাজ করছিল। এ নিয়ে পদপ্রত্যাশী নেতাদের মৌখিক পরীক্ষা নেওয়াসহ কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ স্ব-স্ব কলেজে গিয়ে পদপ্রত্যাশীদের সঠিক ছাত্রত্ব নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করে অবশেষে কমিটি ঘোষণা করেন। 

আরএস
 

Link copied!