ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad
৩ নম্বর সতর্কতা সংকেত

সন্দ্বীপে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও যানজটে চরম ভোগান্তি

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

মে ২৯, ২০২৫, ০৬:১৩ পিএম

সন্দ্বীপে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও যানজটে চরম ভোগান্তি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় আবহাওয়া অধিদপ্তর দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে। 

এর প্রভাবে সন্দ্বীপসহ উপকূলীয় অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সন্দ্বীপ উপজেলায় শুরু হওয়া ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার এনাম নাহার মোড়, উপজেলা কমপ্লেক্স এলাকা এবং এক্সিম ব্যাংকের সামনের সড়কে হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসমুখী কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে, গুপ্তছড়া ফেরিঘাটে তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সাগরে প্রবল উত্তাল পরিস্থিতি এবং পানির স্রোত বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেরিগুলো চলাচল করতে পারছে না।

ফেরিঘাট এলাকায় আটকে আছে শতাধিক যানবাহন—এর মধ্যে রয়েছে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেল। যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে সেখানে তিন থেকে পাঁচ দিন ধরে আটকে রয়েছেন। ফেরিঘাট এলাকায় নেই কোনো হোটেল, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা স্যানিটেশন সুবিধা—ফলে মৌলিক সেবার অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আরও বাড়তে পারে এবং সমুদ্র থাকবে উত্তাল। এজন্য সমুদ্রবন্দরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত খাবার, বিশুদ্ধ পানি এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!