ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

নবাবগঞ্জে বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জুন ১, ২০২৫, ০৩:৩১ পিএম

নবাবগঞ্জে বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু


দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফ কানাডার অর্থায়নে পরিচালিত সহায়তা প্রকল্পের আওতায় কিশোরী মেয়েদের স্বাস্থ্য, মর্যাদা ও শিক্ষার উন্নয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ (আইআরবি) পাঁচটি প্রত্যন্ত বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে।

রোববার গোলাপগঞ্জ ইউনিয়নের রোগুনাথপুর গার্লস হাই স্কুলে অন্য চারটি বিদ্যালয়ের মতো এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. আবদাস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রকল্প ব্যবস্থাপক কাজল বসাক কিশোরীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ও ধারাবাহিক শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসিম উল হক। তিনি বলেন, “মেয়েদের শিক্ষার পথে অন্যতম বড় বাধা হলো মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার অভাব। এ ধরনের উদ্যোগ লিঙ্গ-সমতা ও স্বাস্থ্য বিষয়ে সরকারি প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে বিশেষভাবে প্রশংসিত হয় সপ্তম শ্রেণির শারীরিকভাবে চ্যালেঞ্জড শিক্ষার্থী তাসকিয়া সুলতানা তিথি, যিনি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকগণ এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, এই কার্যক্রম কিশোরীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও স্বাস্থ্যের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!