ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মাগুরার বেসরকারি ক্লিনিকে যৌন হয়রানি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জুন ১, ২০২৫, ০৮:১৫ পিএম

মাগুরার বেসরকারি ক্লিনিকে যৌন হয়রানি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ

মাগুরা শহরের একাধিক বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কার্যকলাপের গুরুতর অভিযোগ উঠেছে। 

অভিযোগ রয়েছে, এসব ক্লিনিকে কর্মরত নার্স ও নারী কর্মীরা নিয়মিতভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন। 

এছাড়াও, কিছু প্রতিষ্ঠানে ক্লিনিক ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড—এমনকি পতিতাবৃত্তির মতো জঘন্য কার্যকলাপও চালানো হচ্ছে বলে স্থানীয়দের দাবি।

ভুক্তভোগীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, কর্মস্থলে নিরাপত্তাহীনতা ও আর্থিক চাপে পড়ে তাদের অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা হয়। কেউ প্রতিবাদ করলে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্রশাসনের একাংশের প্রশ্রয়েই এসব অপকর্ম দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে চলেছে।

একজন নারী কর্মী বলেন, “চাকরি পেয়ে ভেবেছিলাম শান্তিতে কাজ করতে পারব। কিন্তু এখানে এসে দেখি রোগীর সেবা নয়, আমাদের অন্য কাজে ব্যবহার করার চেষ্টা করা হয়।”

স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অবিলম্বে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরাও অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”

মাগুরা জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, “যদি কোনো ক্লিনিক অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নার্স বা কর্মীদের যৌন হয়রানি কোনোভাবেই বরদাশত করা হবে না।”

ইএইচ

Link copied!