ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মাগুরায় ঘরের চালের ওপর যুবকের লাশ, পুলিশের ধারণা ‘হত্যাকাণ্ড’

মাগুরা প্রতিনিধি:

মাগুরা প্রতিনিধি:

জুন ৪, ২০২৫, ০১:১৬ পিএম

মাগুরায় ঘরের চালের ওপর যুবকের লাশ, পুলিশের ধারণা ‘হত্যাকাণ্ড’

মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকায় নিজ বাড়ির টিনের চালের ওপর থেকে আমীন উদ্দিন (১৯) নামে নিখোঁজ এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখে এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে ধারণা করছে পুলিশ।

আমীন উদ্দিন মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিখোঁজের দুই দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির একটি ঘরের টিনের চালের ওপর তাঁর মরদেহ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের মা আনোয়ারা বেগম জানান, ১ জুন রাতে আমীনকে জিজ্ঞেস করেছিলেন, রাতের খাবার খাবেন কি না। জবাবে ছেলে বলেছিল, ‘আম খাব।’ এরপর তাঁকে আম ও ছুরি দিয়ে নামাজ পড়তে যান। কিন্তু নামাজ শেষে ফিরে এসে ছেলেকে আর খুঁজে পাননি। মোবাইল ফোনটি ঘরেই ছিল।

পরদিন ২ জুন পরিবারের পক্ষ থেকে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে নিখোঁজের দুই দিন পর লাশ বাড়িতেই খুঁজে পাওয়ায় স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি সন্দেহ দানা বাঁধে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘আমীন উদ্দিনের পিঠে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। মরদেহে পচন ধরেছে। আমরা প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত হত্যা বলে মনে করছি। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। হত্যাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

নিহতের মা আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার আর কিছু চাওয়ার নেই। আমি শুধু আমার ছেলের হত্যার বিচার চাই। যেন চোখের সামনে দেখে যেতে পারি।’

পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা হবে।

বিআরইউ

Link copied!