ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শান্তর অকাল মৃত্যু

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জুন ৪, ২০২৫, ০৫:২৫ পিএম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শান্তর অকাল মৃত্যু

ফ্যাসিবাদবিরোধী দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহিম মুন্তাসির শান্তর (৩২) অকাল মৃত্যুতে মাগুরাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন শান্ত। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই সংগ্রামী নেতা।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মাগুরা জেলা যুবদল। 

এক শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “ফাহিম মুন্তাসির শান্ত ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির একজন নির্ভীক সহযোদ্ধা। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

শোক প্রকাশ করেছে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলও। তারা এক বিবৃতিতে বলেন, “ছাত্রদলের প্রতিটি আন্দোলনে শান্ত ছিলেন সক্রিয় ও সংগ্রামী। তার মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

বুধবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজা শেষে মরদেহ নেওয়া হয় মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে, যেখানে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নিয়ে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিম বলেন, “শান্ত ছিলেন একজন সৎ, আদর্শবাদী ও ত্যাগী নেতা। রাজনৈতিক আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।”

উল্লেখ্য, মো. ফাহিম মুন্তাসির শান্ত ছাত্ররাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তার এই অকাল প্রয়াণে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, এলাকাবাসীও গভীরভাবে শোকাহত।

ইএইচ

Link copied!