ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

‘সীমান্তে পুশইন ও চামড়া পাচার রোধে বিজিবির সর্বোচ্চ সতর্কতা’

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জুন ৫, ২০২৫, ০২:১৫ পিএম

‘সীমান্তে পুশইন ও চামড়া পাচার রোধে বিজিবির সর্বোচ্চ সতর্কতা’

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সীমান্ত নিরাপত্তা, গবাদিপশু ও কাঁচা চামড়া পাচার রোধ এবং পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়া ব্যাটালিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মাসুম রানা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে লে. কর্নেল খালিদ ইবনে হোসেন বলেন, “দেশীয় গবাদিপশুতে কোরবানির চাহিদা পূরণ সম্ভব। তাই সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ যেন না ঘটে, সে লক্ষ্যে সীমান্তে বাড়ানো হয়েছে অতিরিক্ত টহল ও নজরদারি। রাতেও নজরদারির জন্য নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। বিশেষ গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, কোরবানির ঈদের সময় ও পরবর্তী কয়েকদিন চামড়া পাচার রোধে সীমান্তে থাকবে বিশেষ টহল ও চেকপোস্ট। প্রতিটি অনুপ্রবেশের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে।

পুশইন ঠেকাতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অনুপ্রবেশ প্রবণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। আইন-শৃঙ্খলা রক্ষা এবং কোরবানির পশুর বাজার স্থিতিশীল রাখতে বিজিবির এ সুরক্ষা প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইএইচ

Link copied!