ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সন্দ্বীপে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

জুন ১১, ২০২৫, ০৩:৩৩ পিএম

সন্দ্বীপে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

সন্দ্বীপে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন। 

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মো. হানিফ।

প্রশিক্ষণে মূল ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুসলিম উদ্দিন মুন্না। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ড. মুন্না বলেন, “শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। আধুনিক, মানবিক ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে তাদের দক্ষতা উন্নয়ন অত্যাবশ্যক। এই ধরনের প্রশিক্ষণ সে লক্ষ্যেই সহায়ক ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ.কে. ফজলুল করিম এবং জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন জানায়, ভবিষ্যতে এমন আরও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে, যা শিক্ষকদের পেশাগত উৎকর্ষ এবং মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!